স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি আগামী তিন বছরের জন্য পুনঃগঠন করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। পুনঃগঠিত কমিটির উপদেষ্টা হলেন সাতক্ষীরা ২ আসনের জাতীয় সংসদ সদস্য, সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, নির্বাহী ভাইস চেয়ারম্যান সদর উপজেলা নির্বাহী অফিসার, ভাইস চেয়ারম্যান দুই জন উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান, সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাতক্ষীরা সদর, উপজেলা প্রকৌশলী সাতক্ষীরা সদর, মেয়র সাতক্ষীরা পৌরসভা, মফিজুর রহমান, বাঁশদাহ ইউপি প্রধান শিক্ষক ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বিদ্যালয়, সানজিদা শাহনাজ, মোঃ আক্তারুজ্জামান, শেখ মারুফুল হক, মোঃ জাকির হোসেন, ইন্সট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার, সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার, সদস্য সচিব। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে কমিটি গঠনের তারিখ থেকে এর মেয়াদ ৩(তিন) বৎসর পর্যন্ত বহাল থাকবে।