স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানায় নবাগত ওসি হিসাবে যোগদান করেছেন স ম কাইয়ুম। তিনি গতকাল দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত ওসি পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ কুমারের হাত থেকে দায়িত্ব ভার গ্রহন করেন। খুলনা সদর থানার বাসিন্দা স ম কাইয়ুম ইতিপূর্বে ডিএমপিতে কর্মরত ছিলেন। সর্বশেষ ঢাকা নিউমার্কেট থানার ওসি হিসাবে দায়িত্ব পালন করেছেন। গতকাল রাতে দৃষ্টিপাত প্রতিনিধিকে জানান, সদর থানার আইন শৃংখলা রক্ষায় সচেষ্ট থাকবেন। বিশেষ করে মাদক ও চোরাচালান রোধে কঠোর ভূমিকা রাখবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।