স্টাফ রিপোর্র্টার ঃ সাতক্ষীরা সদর থানার নবাগত ওসি হিসাবে যোগদান করলেন মোঃ মহিদুল ইসলাম। তিনি গতকাল অপরাহেৃ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: নজরুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার গ্রহন করেন। যশোর জেলার বাঘার পাড়া থানার খাজুরা গ্রামের বাসিন্দা আবু তাহের পাটোয়ারি পুত্র মো: মহিদুল ইসলাম। ইতিপূর্বে গাজীপুর মেট্রোপলিটন পূর্বাইল থানার ওসি ও যাত্রাবাড়ি থানার ওসি (তদন্ত) হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া সদর থানার ওসি (তদন্ত) ও জেলা ডিবি পুলিশের ওসি হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। গতকাল রাত্রে নবাগত ওসি দৈনিক দৃষ্টিপাত কে জানান সদর থানায় নাশকতা, মাদক, চোরাচালান, জঙ্গিবাদ দমন সহ সার্বিক আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।