স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী, গতকাল দুপুরে সদর থানায় আসলে সদর থানার ওসি মো: শহিদুল ইসলাম সহ থানার অপরাপর কর্মকর্তারা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার সদর থানার সার্বিক বিষয়ে খোজ খবর নেন। একই সাথে জনগনের দুর্ভোগ লাঘবে সততা ও নিষ্ঠার সােেথ দায়িত্ব পালন করার নির্দেশনা দেন। এর পূর্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, টিআই শ্যামল কুমার চৌধুরী, সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন, সহ সদর থানার পুলিশ সদস্যরা।