স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সদরের শিমুলবাড়ীয়া গ্রামের কাউছার আলীর পুত্র মোঃ জাহিদুল ইসলাম (২৬) অপরজন ভোমরা পদ্মশাখরা গ্রামের মৃত জিহাদ আলীর পুত্র মোঃ হাবিবুল−াহ (২৪)। পুলিশ সুত্রে জানাগেছে সদরের মাহমুদপুর ডাকাতপোতা এলাকায় মাদক দ্রব্য ক্রয় বিক্রয় প্রস্তুতি চলছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল সকাল ১০টায় সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের ৪০ বোতল ফেনসিডিল সহ আটক করে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক জেল হাজতে প্ররন করা হয়েছে। সদর থানা ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।