স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাদহিলকী গ্রামের মৃত আশরাফের পুত্র হাসানুজ্জামান হাসান সরদার (৩৫) অপর জন একই উপজেলার ট্যাংরা গ্রামের মৃত কাশেম সরদারের পুত্র একরাম হোসেন (২২) পুলিশ সুত্রে জানাগেছে, গত ৫ জুলাই রাতে সদরের সাতানী স্কুল এন্ড কলেজের পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর মাদক দ্রব্য ক্রয় বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঐ ২ আসামীর আটক করে। এসময় তাদের দেহতলাশি করিয়ে হাসানুজ্জামানের কাছ থেকে ১ কেজি ও একরাম কাছ থেকে ৫০০ গ্রাম গাজা উদ্ধার করে। যাহার আনুমানিক মুল্য ৪৫ হাজার টাকা। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পূর্বক আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।