স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ১৫ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী সদরের হাড়দ্দহা দক্ষিনপাড়া গ্রামের তরিকুল ইসলামের পুত্র মো: আব্দুল করিম (৩৫), সদর থানা পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে পদ্মশাখরা হতে হাড়দ্দাগামী পাকা রাস্তা সংলগ্ন রউফ চেয়ারম্যানের কালভাট উপর থেকে ১৫ পিচ ফেন্সিডিলসহ আসামী করিম কে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা। এঘটনায় সদর থানায় মামরা পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।