স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ভারতীয় ৮১ পিচ ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক সদর উপজেলার আলীপুর মাঝের পাড়া এলাকায় মৃত মোকছেদ গাজীর পুত্র মো: হাফিজুল ইসলাম। জানাগাছে, আলীপুর মাঝের পাড়া এলাকায় অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল বিক্রয় জন্য অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল ভোর রাতে সদর থানা পুলিশের এসআই তন্ময় মোহন্তের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আসামীর নিজ বসত বাড়ীর সিড়ির নিচ থেকে বস্তায় রক্ষিত ভারতীয় ৮১ পিচ ফেনসিডিল সহ আসামীকে আটক করে। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৪৩ হাজার টাকা আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পুর্বক তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ঈসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।