স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় দেশীয় তৈরী ওয়ান শুটারগান ২ রাউন্ড গুলি সহ ১ যুবক কে আটক করেছে সদর থানা পুলিশ। আটক সদরের আগরদাড়ী ধলবাড়িয়া গ্রামের মৃত নূরুল ইসলামের পুত্র মো: ইয়াসিন আলী (২৬)। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে গতকাল রাত ২টায় সদর থানা পুলিশের একটি টিম আগরদাড়ী নারায়নজোন রাস্তার বলফিল্ড এলাকা থেকে ইয়াছিন আলীকে ওয়ান শুটার গান ২ রাউন্ড গুলি ১টি মটর সাইকেল সহ আটক করে। আটককৃতের বিরুদ্ধে মামলা পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।