স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সদর থানার পুলিশের পৃথক অভিযানে ভারতীয় ৯ বোতল ফেনসিডিল, ১০০ পিচ ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল সদরের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকদ্রব্য সহ তাদের আটক করে। পুলিশ সূত্রে জানাগেছে, গতকাল রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরের মাগুরা ফুলবাড়ী মিন্টু ইট ভাটার সামনে রাস্তার উপর থেকে মাগুরা ফুল বাড়ি গ্রামের আকবার সরদারের পুত্র মো: আজমীর (২৮) ঐ এলাকার মোঃ জব্বার হোসেনের পুত্র মো: জুয়েল হোসেন (২৪) একই গ্রামের মোঃ আব্দুর রব বাবু পুত্র মো: নয়ন হোসেন (২১), আসামীদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। অপর দিকে গতকাল সাতক্ষীরা মেডিকেল কলেজের সামনে অভিযান চালিয়ে দেবহাটা গ্রামের মৃত রমজান আলীর পুত্র নুর আলম ওরফে সাদ্দাম কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল ও কোড়া গ্রামের নূর ইসলাম পুত্র রায়হান কবির নিকট থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করে যার আনুমানিক মূল্য ৪২ হাজার ৫০০ টাকা। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা পুর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে।