মীর আবু বকর ॥ সাতক্ষীরা জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সদর হাসপাতালের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১ টায় সদর হাসপাতালের সম্মেলন কক্ষে সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি মোঃ আশরাফুজ্জামান আশুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ সরোয়ার হোসেন, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান ভারপ্রাপ্ত কোহিনুর ইসলাম, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান,জেলা বিএমএর সভাপতি ডাঃ আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুশান্ত কুমার ঘোষ, জেলা পরিবার পরিকল্পনা ডিডি গাজী বশির আহমেদ, সদর হাসপাতালের আর এমও ডাঃ শেখ ফয়সাল আহমেদ, পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল,ডাঃ সাইফুল আলম,নার্সিং সুপার ভাইজার শেফালী সরকার, প্রধান সহকারি মাসুম বিল্লাহ, মনিরুল ইসলাম সহ সদর হাসপাতাল সেবা ব্যবস্থাপনা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভার হাসপাতালের ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত, সেবার মান বৃদ্ধি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ এসএমএ মুক্তাদির তামিম।