পাইকগাছা (খুলনা) প্রতিনিধি \ পাইকগাছায় ২৪ প্রহর ৩ দিন ব্যাপী ১১২তম মহা নামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শান্তি ও সর্বজীবের মঙ্গল কামনায় উপজেলার গদাইপুর ইউনিয়নের মঠবাটী শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম উপজেলা কেন্দ্রীয় সর্বজনীন তারকব্রহ্ম এ মহা নামযজ্ঞের আয়োজন করে। এপ্রিল বৃহস্পতিবার থেকে শুরু হয় মহা নামযজ্ঞ। প্রদীপ প্রজ্বলন, মঙ্গল ঘট স্থাপন, শুভ গন্ধাধিবাস, ভাগবত আলোচনা, মহানাম সংকীর্তন ও ভোগরাগ বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি ও পূজা অর্চনার আয়োজন করা হয়। শনিবার ছিল মহা নামযজ্ঞের শেষ দিন। এদিন সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মহা নামযজ্ঞ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন মহা নামযজ্ঞ উদযাপন কমিটির সভাপতি হরেকৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার সরকার, উপজেলা বিএনপি নেতা কাজী সাজ্জাদ আহমেদ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কাত্তির্ক, বিএনপি নেতা আমিনুর রহমান, সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ সরকার, যুবদল নেতা ফয়সাল রাশেদ সনি, কিশোর কুমার মন্ডল, রেজাউল ইসলাম, প্রধান শিক্ষক বিএম আখতার হোসেন, প্রজিৎ কুমার রায়, সাংবাদিক এসএম বাবুল আক্তার, জিএম মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিপটন, পার্থ সারথি সরকার, ইসরাফিল হোসেন, মিলন রায় চৌধুরী, রঞ্জন কুমার, রমেশ, প্রণব কান্তি, পৃথীশ, মনি শংকর, রবীন্দ্রনাথ বিশ্বাস ও জগ্ননাথ দেবনাথ।