শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যা ও সাংবাদিক আহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৮ আগস্ট, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী নীলডুমুর খেয়াঘাটে সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যা ও সাংবাদিক আহত হয়েছে। ঘটনা সুত্রে জানাযায়, নিলডুমুর খেয়াঘাটে মোটর সাইকেল চালকের সাথে ভাড়া নিয়ে কথা কাটা কাটির এক পর্যায়ে উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা ফরিদা খাতুন ও তার পুত্র সাংবাদিক আশিকুর রহমান এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। গত কাল ৭ আগষ্ট রবিবার বেলা ১১টায় তারা শ্যামনগর থেকে নিজ বাড়ী গাবুরায় যাওয়ার জন্য নীলডুমুর খেয়া নৌকায় ওঠে এ সমায় বুড়িগোয়ালিনীর আব্দুর রশিদ গাজীর পুত্র বাপ্পী (২২) গোলাম হাবিব (২৪) ও একই গ্রামের রুহুল আমিন গাজীর পুত্র মনিরুল (১৮) জহর আলীর পুত্র জসিম (৩০) সহ আরো ৮/১০ জন মিলে সংঘবদ্ধ ভাবে এসে তাদেরকে বেধড়ক মারপিট করে। সাংবাদিক আশিক ও তার মা গাবুরার ইউপির সদস্যা ফরিদা খাতুন বর্তমানে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com