স্টাফ রিপোটার ॥ সবাইকে শান্তির সমাজ নির্মাণের আহ্বান জানিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও বিএনপি নেতা তাজকিন আহমেদ চিশতী বলেন, আসুন, আমরা শান্তির সমাজ নির্মাণ করি। সেই শান্তির সমাজ তো একটি সম্প্রদায় দিয়ে নয়। এখানে হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান, মুসলমান- আমরা যারা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করি, তাদের একে অপরের সংস্কৃতির মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদের মধ্যে সহাবস্থান থাকলে সেটাই শান্তির সমাজ। সেই শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যাই। এ কাজে কেউ বাধা দিলে সম্মিলিত ভাবে তাকে প্রতিহিত করা হবে। তিনি গতকাল সন্ধায় পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন। সাতক্ষীরা পৌরসভার ৫নং ওয়াড বিএনপি নেতা নেছারুলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা শেখের আলী, কামরুরজ্জামান কামুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।