শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

সব এমপিদের ন্যাম ভবনের ফ্ল্যাট ছাড়তে চিঠি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

## সংস্কারের পর বরাদ্দ ॥ দ্রুত করতে চলছে তদবির প্রধান হুইপের অফিসে তদবির
## পছন্দের বাসা বরাদ্দে নতুন এমপিদের দৌড়ঝাঁপ॥ শতাধিক আবেদন জমা
## সংসদ বসার পর সভা কওে জ্যেষ্ঠ্যতার ভিত্তিতে বরাদ্দ
জি এম শাহনেওয়াজ ঢাকা থেকে ॥ একাদশ জাতীয় সংসদে রাজধানীর মানিকমিয়া এভিনিউয়ে অবস্থিত সংসদ সদস্য (ন্যাম) ভবন বরাদ্দ পাওয়া সব এমপিদের বাসা ছাড়তে চিঠি দিয়েছে সংসদ সচিবালয়ের সদস্য ভবন শাখা বা হোষ্টেল শাখা। নতুন বছরের শুরুতে এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। ভোট পরবর্তী নতুন সংসদ গঠন হবে। নব-নির্বাচিতদের বাসা বরাদ্দ এবং সংস্কারের জন্য সময় প্রয়োজন। আগামী ২৯ জানুয়ারি একাদশ সংসদের মেয়াদপূর্ণ হবে; এর আগেই বাসা ছাড়তে একাদশ জাতীয় সংসদেও এমপিদের প্রতি অনুরোধ জানানো হয়। এদিকে, গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নেন। আর মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হয় ১১ জানুয়ারি। নতুন এমপিরা শপথ নিয়েই বাসা বরাদ্দের জন্য শুরু করেন তদবির ও দৌড়ঝাঁপ। অনেকেই পছন্দের বাসা পেতে ছুটছেন সংসদের ভিআইপিদের দপ্তরে। তাদের (ভিআইপি) সুপারিশ পেয়ে সরকারি দলীয় প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন নিজেই ত্যক্ত-বিরক্ত। যারা রাজধানীর ফাইভ স্টার হোটেল সোনারগাঁও, শেরাটনে সকাল, দুপুর ও রাতের খাবার খান এমনকি রাজধানীর অভিজাত এলাকায় সুরম্য অট্রালিয়ায় পরিবার নিয়ে বসবাস করেন তারাও হুইপের দপ্তরে এসে ন্যাম ভবনের বাসা পেতে সরাসরি করছেন তদবির। বলছেন, ঢাকায় তাদের আবস্থান করার মতো বর্তমানে কোনো ঠিকানা নেই। এমন নানা বিচিত্র তদবিরে বিস্মিত ও হতবাক হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত সংসদের একজন ভিআইপি। এমনকি বহুমাত্রিক তদবিরে নাজেহাল ও প্রধান হুইপ নিজেও বলে তার ঘনিষ্টজন সূত্রে জানা গেছে। ঢাকায় অভিজাত এলাকায় ঠিকানা সত্বেও ন্যাম ভবনের বাসার জন্য তদবরি করাদের একজন খুলনা অঞ্চলের এমপি যিনি সাবেক ফুটবলার অন্যজন চট্টগ্রামের এমপি ও সাবেক একজন প্রভাবশালী মন্ত্রী। সূত্রগুলো বলছে, প্রধান হুইপ এসব ভিআইপিদের কাছে জানতে চেয়েছেন তারা ন্যাম ভবনের বাসাগুলো দেখেছেন কি না, সরাসরি না সূচক জবাব এসেছে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বলছেন, এসব ভিআইপিরা নিজেরা এখানে কখনই থাকবেন না, তাদের পিও, ড্রাইভার ও স্টাফরা তাদের অনুরোধ করে বাসা বরাদ্দের জন্য নিয়ে আসেন। এসেই অন্যকে করছেন বিব্রত এবং নিজেও বিব্রত হচ্ছেন বলেও সূত্র নিশ্চিত করেছে। এর আগে একই ঘটনা ঘটেছিল একাদশ জাতীয় সংসদে। ওই সংসদে আওয়ামী লীগের প্রয়াত সাধারন সম্পাদক আবদুল জলিলের ছেলে জনও বাসা বরাদ্দ চেয়ে একজন ভিআইপির তোপের মূপে পড়েছিলেন। জানতে চেয়েছিলেন, তুমি তো সকালের নাস্তা কর সোনারগাঁয়, তবে এই বাসায় থাকবা না তা কেনো বরাদ্দ চাইছো। জবাবে তিনি বলেছিলেন, স্টাফদের চাপে বাধ্য হয়ে এসেছি। বাসা বরাদ্দের আবেদন এবং চিঠির বিষয়ে জানতে চাইলে সদস্য ভবনের সিনিয়র সহকারি সচিব আবদুর রহমান বলেন, একাদশ জাতীয় সংসদের এমপিদের বরাদ্দ বাসা ছাড়তে গত ৭ জানুয়ারি ভোটের আগেই চিঠি দিয়েছি। গত পাঁচ বছর এমপিরা এসব বাসা ব্যবহার করেছেন। নতুনভাবে বরাদ্দের আগে বাসাগুলোর সংস্কার কাজগুলো সম্পন্নের জন্য বাসা ফাঁকা করা জরুরি। তাই চিঠি দেয়া হয়েছে। ইতিমধ্যে শতাধিক আবেদন পেয়েছি। সংসদেও প্রধান হুইপ এবং হাউজ কমিটি সভা করে যাদের যে প্রাপ্য রয়েছে সে অনুযায়ী বাসা বরাদ্দ দেয়া দেবেন। খোঁজ নিয়ে জানা গেছে, জাতীয় সংসদে ৩০০ নির্বাচিত জনপ্রতিনিধি এবং ৫০জন নির্বাচিতদের ভোটে সংরক্ষিত নারী এমপি মিলিয়ে সাড়ে তিনশজন। এর মধ্যে স্পিকার, ডেপুটি স্পিকার, হুইপগণ ও মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের নিজস্ব ভবন বাদে ২৬৫টার মধ্যে বাসা নির্মিত হয়েছে মানিক মিয়া এভিনিউয়ের ন্যাম ভবনে। এর মধ্যে অনেক এমপির পৈত্রিক সম্পত্তি ঢাকায় থাকায় তাদের বাদ দিয়ে অন্য এমপিদের মধ্যে জরুরত বিবেচনায় বাসা বরাদ্দ দেয়া হয়। হোষ্টেল শাখার সূত্র বলছে, গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশ থেকে ১১৫জন এমপি ন্যাম ভবনের বাসা চেয়ে আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রয়েছেন। তার পছন্দ ৪ নং ন্যাম ভবনের ১০৩ নং বাসাটি। এ বাসায় তার বেয়াইন একাদশ জাতীয় সংসদের কুড়িগ্রামের এমপি এম এ মতিন (নমিনেশন পাননি এবার) থাকতেন। একই ভাবে, ব্রাক্ষণবাড়িয়া-১ নাসিরনগরের এমপি পছন্দের বাসা পেতে করছেন প্রধান হুইপের দপ্তরে তদবির। আবার পিরোজপুর-৩ শামিম শাহনেওয়াজ পছন্দের বাসা পেতে করছেন দৌড়ঝাঁপ। এছাড়া সাতক্ষীরা-৪, সাতক্ষীরা-২ (সদর), যশোর-৬ এনামুল হকসহ শতাধিক এমপি ন্যাম ভবনের বাসা পেতে করছেন তদবির দৌড়ঝাঁপ। নাম প্রকাশে একাধিক কর্মকর্তা-কর্মচারি জানান, একাদশ জাতীয় সংসদের যারা এমপি ছিলেন তাদের মধ্যে অনেকেই বর্তমান বাসাটি বরাদ্দের আবেদন করছেন। আবার অনেকেই বর্তমান বাসা ছেড়ে আরেকটু ভালো পছন্দনুযায়ী বাসা পেতে তদবির করছেন। এছাড়া নতুন আসনে যারা এমপি হয়ে এসেছেন তাদের অনেকে চাইছেন তার আসনের যিনি এমপি ছিলেন ওই বাসাটি তার নামে বরাদ্দ দিতে। প্রতিদিনই কোনো না কোনো এমপি বরাদ্দের জন্য তদবির করছেন। উল্লেখ্য, ইতিমধ্যে সাতক্ষীরা-৪ আসনসহ অনেক এমপি (এবার নমিনেশন বা স্বতন্ত্র হয়েও বিজয়ী না হওয়া) বাসা ছেড়ে দিয়েছেন। জানতে চাইলে সরকারি দলের প্রধান হুইপ নূর-ই-আলম চৌধূরী লিটন বলেন, বাসা বরাদ্দের আবেদন করছেন এ সংসদের এমপিরা। এর আগে একাদশ সংসদের এমপিদের বাসা বরাদ্দ ছাড়তে চিঠি দেয়া হয়। নতুনদের উঠানোর আগে কিছু সংস্কার কাজ করা হয়। বলেন, বাসা বরাদ্দের জন্য প্রতিদিনই কেউ না কেউ আসছেন। সবাই চাইছেন তার পছন্দের বাসাটি বরাদ্দ পেতে। আবার যার বাসা প্রয়োজন নেই এমন অনেক এমপি নিজে এসে ন্যাম ভবনের বাসার জন্য করছেন অনুরোধ। কিন্তু সংসদ অধিবেশন শুরু হওয়ার পর গঠন হবে হাউজ কমিটি । এ কমিটিই সভা আহবান করবেন (এখনও সময় হয়নি)। এর পর এমপিদের প্রাপ্যনুযায়ী বাসা বরাদ্দ দেয়া হবে। প্রাপ্ত তথ্যমতে, ন্যাম ভবনে দুই ক্যাটাগরির বাসা রয়েছে। একটির আয়তন ১৫৫০ স্কয়ার ফিট এবং দ্বিতীয়টির ১২৫০ স্কয়ার ফিট। যথাক্রমে ভাড়া ৬০০ (বড়) ৪০০ (ছোট) টাকা। দ্বিতীয়বার যারা এমপি হয়ে সংসদে আসেন তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ৬০০ টাকা ভাড়া মূল্যেও বাসা এবং নতুন এমপিদের দেয়া হয় ৪০০ টাকা মূল্যের বাসা বরাদ্দ। তবে প্রধান হুইপ চাইলেই তার এখতিয়ারনুযায়ী নতুনদের বড় বাসা বরাদ্দ দিতে পারেন। কারণ সংসদীয় কার্য-প্রণালি বিধিতে বাসা বরাদ্দের বিষয়ে সুনিদিষ্ট কিছু বলা নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com