কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে উত্তর সোনাবাড়ীয়া সংস্থার অস্থায়ী কার্যালয় থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ৬নং সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সংস্থার উপদেষ্টা মাওঃ ফারুক হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। এছাড়াও সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৫টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- ছোলা, খেচুর, চিড়া, মুড়ি, গুড়-পাটালী। অনুষ্ঠানটি পরিচালনা করেন- শিক্ষক ইয়াছিন আলী।