দেবহাটা অফিস \ দেবহাটার পারুলিয়ার সমাজসেবক, চার নম্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি মরহুম রইচউদ্দীন বিশ্বাসের কুলখানী গতকাল গড়িয়াডাঙ্গাস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। উক্ত কুলখানীতে দলীয় নেতা কর্মি, জনপ্রতিনিধি সহ বিপুল সংখ্যক সাধারন মানুষের উপস্থিতি ঘটে। উলেখ্য গত বৃহস্পতিবার সমাজসেবক ও আ’লীগ নেতা মৃত্যু বরন করেন। তার একমাত্র পুত্র মামুন কুলখানীতে আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।