স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শারদীয় দূর্গা উৎসবে মহান অষ্টমীতে সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সাতক্ষীরা সদর কাটিয়া সর্বজনীন মন্দির আয়োজনে গতকাল রাতে মন্দির চত্ত্বরে মন্দির কমিটির সভাপতি গৌর দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম। তিনি বলেন, শান্তি পুর্ণ সমাজে যখন অসুর প্রবেশ করে, বিশৃঙ্খলা করে তখন দেবীদূর্গা অসুর কে ধ্বংস করার জন্য মর্ত্তে চলে আসেন। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশ উপহার দিয়েছেন। আপনাদের সাথে আনন্দ ভাগাভাগি করতে প্রতিবছর এ উৎসবে আসি। সমাজে দুষ্ট চক্র সর্ব সময় থাকলে সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের দমন করতে হবে। বহু আগে থেকে দুর্গা উৎসব সর্বজনীন উৎসবে পরিনত হয়েছে। দূর্গা উৎসবের আনন্দ সারা বছর আমাদের সাথে বিদ্যমান থাকুক। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আহম তারেক উদ্দিন, লায়লা পারভীন সেজুতি, সদর উপজেলা আ’লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, ডা: সুব্রত ঘোষ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, কহিনুর ইসলাম, মন্দির কমিটির নেতা ভৈরব কর্মকার, মনোরঞ্জন কর্মকার, কিরস্ময় সরকার, তপন হালদার, দিপংকর সহ বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে এসএম বিপ্লব হোসেনের পরিচালনা সাংস্কৃতি অনুষ্ঠানে পরিবেশিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির কমিটির সহ-সভাপতি শংকর রায়।