সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

সমালোচকরা তুলোধুনা করলেন বাবরকে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

৯০ বলে ৬৪ রান, বর্তমান যুগের ওয়ানডে ক্রিকেটে খুব একটা মানানসই কোনো ইনিংস নয়। এর সাথে যদি জানতে পারেন ৩২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে কোনো একজন ওপেনার খেলেছেন এই ইনিংস, নির্ঘাত মেজাজ চরমে উঠে যাবে আপনার। ব্যাটারের নাম বাবর আজম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের উদ্বোধনী ম্যাচে বাবর খেলেছেন এই ইনিংস। ম্যাচে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তুলেছিল ৩২০ রানের পুঁজি। জবাবে পাকিস্তান থেমেছে ২৬০ রানে, ৬০ রানে জিতেছে কিউইরা। বাবরের ধীর ব্যাটিংয়ের কারণে ম্যাচ থেকে শুরুতেই অনেকটা ছিটকে যায় পাকিস্তান। শেষ দিকে খুশদিল শাহের ৪৯ বলে ৬৯ রানের লড়াকু ইনিংসের পরেও তাই আর কাজ হয়নি। ম্যাচ শেষে ক্রিকেটবিশে^ চলছে বাবরের সমালোচনা। সাবেক পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম ইউটিউব চ্যানেল স্পোর্টস সেন্ট্রালের ড্রেসিংরুম অনুষ্ঠানের ম্যাচ—পরবর্তী বিশ্লেষণে বলেছেন, ‘ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম বাবর আজম যেন রান রেট নিয়ে না ভাবে। সে যতটা সম্ভব সময় নিক এবং পাকিস্তানের ব্যাটিং তাকে ঘিরে আবর্তিত হোক। কিন্তু আমার তো মনে হয় সে কথাটা সিরিয়াসলি নিয়ে ফেলেছে এবং সেটাই করেছে। তাই বলে আমি ওকে এতগুলো ডট দিতে বলিনি।’ ভারতের সাবেক ক্রিকেটার রবিচন্দ্রন অশি^ন এক্সে বার্তা দিয়ে লিখেছেন, ‘সালমান আলী আঘার ব্যাটিংয়ের সঙ্গে ফিফটির পথে বাবরের যাত্রা যেন কচ্ছপ ও খরগোশের গল্পের সেরা চিত্রায়ণ।’ এছাড়া ভারতের আরেক সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘বাবর এখনো ১৯৮০—এর দশকের ওয়ানডে ক্রিকেট খেলছে। অনিয়মিত স্পিনারদের বিপক্ষে মাত্র দুটি বাউন্ডারি মেরেছে, মাঝের ওভারগুলোতেও অল্প রান এসেছে। এটা (এ ধরনের ব্যাটিং) আধুনিক ক্রিকেটে কোনো কাজে আসে না।’ চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের পরবর্তী ম্যাচ আগামী ২৩ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com