স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার জেলা তথ্য অফিসের আয়োজনে রবিবার সকাল ১০টায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উন্নত রাষ্ট্র ও জাতি গঠন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন: ২০৪১ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এবং বিভিন্ন সামাজিক বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সমাবেশে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আশীষ কুমার মন্ডল এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক এ, কে, এম শফিউল আযম। স্বাগত বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা-তুজ-জোহরা। মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় নারী সমাবেশ এ সময় আরো বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষনার্থী ফারজানা। এসময় শতাধিক নারী সমাবেশে উপস্থিত ছিলেন।