মীর আবুবকর \ সাতক্ষীরায় পাট্রিসিপেটর অ্যাকশন এগেইনস্ট করাপশনঃ টু ওয়াডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টৈবিলিটি (প্যাকটা) প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা ও টিআইবির যৌথ আয়োজনে গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা সভাপতি পবিত্র মোহন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সচেতন নাগরিক কমিটি সনাক শুরু থেকেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আসছেন। বাংলাদেশের সকল সরকারি দপ্তরের সেবা সম্পর্কিত তথ্য সনাক জনগণের মাঝে তুলে ধরেন। অনেক দপ্তর সরকারের নির্দেশনা অমান্য করে চলার চেষ্টা করে। বর্তমানে দুর্নীতি সর্বক্ষেত্রে মিশে গেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে আছেন। টিআইবি ও সরকারের একার পক্ষে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিকে রুখে দিতে হব। দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতি পরিহার করে দেশের কল্যানে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান। শুরুতেই প্রকল্পের সামগ্রিক বিষয় তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সনাকের বিভাগীয় সমন্বয়কারী ফিরোজ উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা, সদর উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিল টিটো, নিবার্হী প্রকৌশলী শিক্ষা রিংকন বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গনি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক আনিছুর রহিম, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব দত্ত, সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক তৈয়েব হাসান বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সুশান্ত ঘোষ, প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, প্রভাষক অলিউর রহমান সহ সনাকের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সনাকের সদস্য পল্টু বাশার।