জি এম শাহনেওয়াজ, ঢাকা থেকে \ সরকারিভাবে যাকাত সংগ্রহে আইন হচ্ছে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে উপস্থাপন ও অনুমোদনের জন্য এজেন্ডায় অন্তভুক্ত করা হয়েছে। মন্ত্রিসভায় অনুমোদন মিললে আইনে পরিণত করতে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। এটি যাকাত ব্যবস্থাপনা আইন, ২০২২ নামে অভিহিত হবে। চূড়ান্ত খসড়া প্রস্তাবনায়, পবিত্র কুরআনে বর্ণিত সুনির্দিষ্ট খাতসমূহের বাইরে যাকাতের সঞ্চিত অর্থ ব্যয় করা যাবে না। মন্ত্রিসভার এই বৈঠকটি সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাকাত প্রদানে বিত্তশালীদের উদ্ধুদ্ধ করতে প্রস্তাবনার ৩ এর (১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রতিটি বিভাগ, জেলা-উপজেলা ও প্রয়োজনবোধে অন্যান্য স্থানীয় অধিক্ষেত্রে সরকারিভাবে যাকাত সংগ্রহ এবং এ উদ্দেশ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। যাকাত সংগ্রহ বৃদ্ধির জন্য যাকাতদানে উদ্ধুদ্ধকরণে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে প্রচারণা, যাকাত সংগ্রহ কেন্দ্র স্থাপন, সরকারিভাবে যাকাতদানে আগ্রহী ব্যক্তিদের যাকাতযোগ্য সম্পদ ও যাকাতের পরিমাণ নিরুপণ ও প্রত্যয়নপত্র প্রদানসহ আধুনিক তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিতে পারিবেন। যাকাত তহবিলে অন্যকোন আইনে যাই থাকুক না কেন প্রদানকৃত যাকাতের অর্থ যাকাত প্রদানকারীর উক্ত অর্থ বছরের আয়কর রেয়াতযোগ্য হিসেবে গণ্য হবে। প্রস্তাবিত আইনের ৪ ধারাই বলা সরকারিভাবে সংগৃহিত যাকাতের অর্থ ইসলামী শরিয়াহ এর বিধান মোতাবেক এবং যথাসময়ে বিতরণ নিশ্চিত করিতে হইবে। যাকাত প্রদানকারী কোনো ব্যক্তি যাকাত পাইবার যোগ্য অন্যকোন ব্যক্তির সুপারিশ করলে সেটা আগ্রাধিকার দেবে সরকার। সরকার স্থানীয়ভাবে যাকাত সংগ্রহ ও বিতরণ ব্যবস্থাপনার সুবিধার্থে সিটি করপোরেশন বিভাগ জেলা উপজেলা পর্যায়ে প্রয়োজনীয় কমিটি করা যাবে। প্রস্তাবনার ৮ এর (১) বোর্ভ তাহার কার্যাবলি সম্পাদনের উদ্দেশ্য সরকারের পৃর্বানুমোদন গ্রহণক্রমে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ অথবা আউটসোর্সিং এর মাধ্যমে সেবা ক্রয় বা গ্যহণ করিতে পারিবেন। উপধারা২ (১) অধীন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের চাকরি বোর্ডের অনুমোদন সাপেক্ষে উহার সদস্য সচিবের নিয়ন্ত্রণাধীন থাকিবে। যাকাত বোর্ডের ব্যয় নির্বাহ বোর্ডের প্রশাসনিক ও পরিচালনা সংক্রান্ত সকল ব্যয় সরকার কর্তৃক নির্বাহ করিতে হইবে। যাকাত বোর্ডের চেয়ারম্যান হিসেবে সরকার কর্তৃক নিযুক্ত ইসলামী স্কলার এর প্রস্তাব করা হয়েছে চূড়ান্ত খসড়া আইন। সরকারের কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন সময় কোনো সদস্যকে বোর্ডের সদস্য পদ হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন।