স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় এক ব্যক্তির বাড়ি থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার পূর্বেক। ঘটনার সাথে জড়িত ব্যাক্তিকে ৩ মাসের কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে সদরের আগরদাঁড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় মৃত আব্দুর রহমানের পুত্র সেলিম উদ্দীনের বাড়িতে অভিযান চালায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া। এসময় ঘরের ভেতর থেকে ১৭ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৩ মাসের কারাদণ্ড অনাদায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া বলেন, এই সরকারি চাউল দুঃস্থ অসহায় কার্ডধারীদের জন্য। তবে সেলিম উদ্দীন ক্রয় করে বাড়িতে রাখার অপরাধে, জরিমানা করা হয়েছে। চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদের জিম্মায় রেখেছি। এবিষয়ে অধিকতর তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। সেই টাকা পরিশোধ করেছে। এসময় উপস্থিত ছিলেন আগরদাঁড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন সহ স্থানীয় নেতৃবৃন্দ।