খুলনা প্রতিনিধি \ গত কাল শনিবার বেলা ১২টার সময় সরকারি বটিয়াঘাটা (ডিগ্রী) মহাবিদ্যালয়ের আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা এবং জুলাই অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অধ্যক্ষ অমিতেষ দাশের সভাপতিত্বে স্থানীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক বীণাপাণি বিশ্বাস, প্রভাষক যথাক্রমে, বিকাশ কুমার শীল, পলাশ কান্তি হালদার, ব্রজেন কুমার মন্ডল, শুধাংশু কুমার সরদার, বিপ্লব সাহা, পুতুল রায, বাসন্তী দাশ, সুকুমার চন্দ্র বৈরাগী, পীযুষ কান্তি সরকার, প্রদীপ গোলদার, অনুপম কুমার মন্ডল সহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।