ধুলিহর প্রতিনিধি ॥ সদরের ধুলিহর ইউনিয়নে সোমবার ও মঙ্গলবার দিনভর নানা নাটকীয়তার মাধ্যমে ২মেম্বরসহ ৫জনের বাড়ি থেকে চুরি হওয়া ৩৪ হাজার ইট উদ্ধার করা হয়েছে। কিন্তু চুরি হওয়া এসব ইট উদ্ধার হলেও মুলহোতা চেয়ারম্যান মিজান চৌধুরী রয়েছে ধরা ছোঁয়ার বাহিরে। তবে তিনি বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করেছেন বলে একটি নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে আইনগত কোন ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের শ্যালিকাডাঙ্গা গ্রামের সরকারি রাস্তা থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান চৌধুরীর নেতৃত্বে সম্প্রতি তার লোকজন সরকারি রাস্তা থেকে আনুমানিক ৮০ হাজার ইট তুলে চুরি করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন দৈনিক পত্র-পত্রিকায় লেখালেখি হওয়াই সোমবার-মঙ্গলবার সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক দিনভর অভিযান চালিয়ে সোমবার বড়খামার গ্রামের মৃত আ:রশিদ গাজীর পুত্র আ:রহিম বাবুর বাড়ি থেকে আনুমানিক ২০হাজার ইট উদ্ধার করে। পরের দিন মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে -২ মেম্বরের বাড়ি ৩ হাজার সহ মেল্লেক পাড়া গ্রামের আ:খালেকের পুত্র আরিফুল ইসলামের বাড়ি থেকে৬হাজার,চেলারডাঙ্গা গ্রামের আনারউদ্দীন মজলিসের পুত্র ফারুকের বাড়ি থেকে ৫হাজার মোট৩৪ হাজার ইট উদ্ধার করা হয়েছে হয় বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পি আই ও মো:ইয়ারুল হক। আরো বলেন , এখনও ইট উদ্ধার কাজ চলছে, উদ্ধারকৃত এসব ইট আবার ঐ রাস্তায় নিয়ে বসানো হবে বলেও তিনি জানিয়েছেন। সরকারি রাস্তার ইট চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী অফিসার মো:শামীম ভূইয়া জানান -রাস্তা থেকে ইট চুরির বিষয়ে আমি কিছু জানিনা। বিষয়টি আমি তদন্ত করে দেখবো এবং যাঁরা এঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি এ প্রতিনিধিকে জানিয়েছেন। এ বিষয়ে চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার অজান্তে কিছু ইট চুরির ঘটনা ঘটেছে উদ্ধার কাজ চলছে।