ডুমুরিয়া প্রতিনিধি \ ডুমুরিয়ার সরকারি শাহ্পুর মধুগ্রাম কলেজের বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার কলেজ মাঠে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী সভায় কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কুমার কর্মকার সভাপতিত্ব করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (যশোর) এর কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ তৌহিদুজ্জামান। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা বোর্ড যশোরের মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক ড. কামরুজ্জামান। বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ফারুক আলম, শিক্ষক পরিষদের সেক্রেটারি প্রভাষক জিএম আশরাফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেন, মাস্টার আমিরুল ইসলাম হালদার, আব্দুর রব আকুঞ্জি, এ কে এম জাফর ইকবাল, মাসুদ ফকির, রবিউল ইসলাম বাবলু, অধ্যক্ষ মাওঃ মুহিববুর রহমান, চেয়ারম্যান সমরেশ মন্ডল, এফ এম গোলাম সারোয়ার, জামায়াত নেতা মাস্টার মোস্তফা কামালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।