রমজান নগর শ্যামনগর প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সফলতা প্রচারে উন্নয়ন শোভাযাত্রা ও লিফলেট বিতরন করেছেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগ সভাপতি এস এম জগলুল হায়দার। মঙ্গলবার বিকালে উপজেলার ভেটখালী বাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সফলতা প্রচারে লিফলেট বিতরন করা হয়। এসময় শত শত নেতাকর্মীদের উপস্থিতিতে লিফলেট হাতে নিয়ে বিশাল মিছিল বের হয়। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আ’লীগ ও রমজাননগর ইউনিয়ন আ’লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি, সাংবাদিক প্রমুখ।