স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি এপিএ খাতের আওতায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল সদরের ব্রহ্মরাজপুর বলাডাঙ্গা গ্রামের উন্মুক্ত বৈঠক বাস্তবায়িত হয়। জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ মনিরুল ইসলাম, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান ইউপি সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান, এড. শেখ ইলিয়াস হুসাইন, মোঃ মনিরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সহ সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।