পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। উপস্থিত ছিলেন, ওসি ওবাইদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবুল কালাম আজাদ, কওছার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, আলহাজ¦ আব্দুল মান্নান গাজী, আবু জাফর সিদ্দিকী রাজু, কাজল কান্তি বিশ^াস, শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, জিএম আব্দুস সালাম কেরু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রেজায়েত আলী, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, সঞ্জয় মন্ডল, রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।