মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ন

সহকারী অধ্যা: মইনুদ্দীন আর নেই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

দেবহাটা অফিস \ দেবহাটার সখিপুর সরকারি খান বাহাদুর আহছান উল­্যাহ কলেজের সহকারী অধ্যাপক শিক্ষক নেতা মইনুদ্দীন খান গতকাল মৃত্যুবরন করেছেন। তিনি দীর্ঘ দিন যাবৎ রাজধানী ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল সকাল সাড়ে আটটায় মৃত্যুর খবর জানাজানি হলে দেবহাটার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারনের মাঝে শোক ছড়িয়ে পড়ে। অত্যন্ত মিশুক, জনপ্রিয়, পরোপকারী শিক্ষকের মৃত্যুতে পরিবারের সদস্যদের পাশাপাশি সহকর্মি শিক্ষক, শিক্ষার্থীরা কান্নাকাটি করতে থাকে। মরহুম সহকারী অধ্যাপক মঈনুদ্দীন খান দেবহাটার দেবীশহর গ্রামের বিশিষ্ট্য ব্যক্তিত্ব আলহাজ্ব নুরানী খানের পুত্র। কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক হিসেবে সহকর্মিদের অত্যন্ত আস্থা ও বিশ্বাসের পাত্র ছিলেন তিনি। খান বাহাদুর আহছান উল­্যা কলেজকে সরকারি করনের ক্ষেত্রে তিনি বিভিন্ন মহলের সাথে যোগাযোগ রক্ষা সহ ব্যাপক পরিশ্রম করেন। কলেজের অবকাঠামোগত উন্নয়নে তিনি ছিলেন অতি আন্তরিক। সহকর্মি শিক্ষকদের ভাষ্য তিনি কখনও রাগান্বতি হতেন না অত্যন্ত হাসিখুশি, খোলামেলা থাকতেন। তিনি ছিলেন উন্নয়নকামী, পরিশ্রমী, শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন, তার স্ত্রী বিলকিছ বানু, মৃত্যুকালে তিনি পিতা, মাতা, স্ত্রী, দুই ছেলে মেয়ে, দুই ভাই, এক বোন সহ অগনিত গুনগ্রাহী রেখে গেছেন। আজ বাদজুম্মা দেবীশহর ফুটবল মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com