বিশেষ প্রতিনিধি \ বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে প্রকাশিত ‘সৃষ্টির প্রয়াস’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে। ৯ মে সোমবার বিকেল ৪ টায় সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসে মোড়ক উন্মোচন করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সমিতির জেলা শাখার সভাপতি পঙ্কজ কুমার বর্মন, সাধারণ সম্পাদক সাইফুলাহ আল তারিক, কালিগঞ্জ শাখার সভাপতি এস এম গোলাম রহমান, সিনিয়র সহ সভাপতি শাহিনা আক্তার, সহ সম্পাদক শফিকুল ইসলাম, ইযাদ আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সদস্য গোলাম মোস্তফা প্রমুখ। এর আগর দুপুর ১ টায় কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসে কেক কেটে মোড়ক উন্মোচন কর্মস‚চির শুভ সুচনা করেন কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য আমীর হোসেন মিঠু, মহিলা বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা,শিক্ষক নেতা আয়েশা নাজনিন আশা, আবু আসলাম প্রমুখ।