সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

সহজ জয় বায়ার্ন মিউনিখ-নাপোলি ও লিভারপুলের

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৫ অক্টোবর, ২০২২

এফএনএস স্পোর্টস: উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে গ্র“প পর্বে সহজ জয় পেয়েছে ছয় বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, নাপোলি ও লিভারপুল। গোল উৎসব করে ‘সি’ গ্র“পের ম্যাচে বায়ার্ন ৫-০ গোলে হারিয়েছে ভিক্টোরিয়া প্লাজনকে। এর মাধ্যমে প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্বে টানা ৩১ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়লো বায়ার্ন। পেছনে পড়ে গেল রিয়াল মাদ্রিদের রেকর্ড। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিলো বায়ার্ন। প্রথম ২১ মিনিটেই হয় গোল তিনটি। গোলের তালিকায় নাম তুলেন লেরয় সানে, সের্গে জিনাব্রি ও সাদিও মানে। দ্বিতীয়ার্ধে বাকী ২টি গোল করে মিউনিখ। ৫০ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন সানে। আর ৫৯ মিনিটে মিউনিখের পক্ষে শেষ গোলটি করেন এরিক মাক্সিম চুপো-মোটিং। ফলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মিউনিখ। এই গ্র“পে ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো তারা। ‘এ’ গ্র“পের ম্যাচে নাপোলি ৬-১ গোলে হারিয়েছে ১০ জনের আয়াক্স আমস্টাডামকে। গোল উৎসবে রেকর্ড গড়েছে ইতালির এই ক্লাবটি। ৯৬ বছরের ইতিহাসে ইউরোপিয়ান প্রতযোগিতায় এটিই সবচেয়ে বড় জয় নাপোলির। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে ইউরোপা লিগে ২০১৫ সালে ডেনিশ ক্লাব এফসি মিডটিল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে নাপোলি। এ ম্যাচের আগে গ্র“প পর্বে লিভারপুলের বিপক্ষে ৪-১ ও রেঞ্জার্সের বিপক্ষে ৩-০ গোলে জিতেছিলো নাপোলি। ফলে গ্র“প পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচের নাপোলির গোলসংখ্যা হলো ১৩টি। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে গ্র“প পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচে ইতালির প্রথম ক্লাব হিসেবে ১০এর বেশি গোল করার রেকর্ড গড়লো নাপোলি। এ ছাড়াও চ্যাম্পিয়নস লিগে এই প্রথম কোন ইটালিয়ান ক্লাব হিসেবে ‘অ্যাওয়ে’ ম্যাচে প্রতিপক্ষের জালে ৬ গোল করা দল হিসেবে নজির গড়লো নাপোলি। গ্র“প পর্বে ৩ ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকলো নাপোলি। নাপোলির রেকর্ড গড়ার দিন একই গ্র“পে স্বস্তির জয় পেয়েছ লিভারপুল। নিজেদের মাঠে লিভারপুল ২-০ গোলে হারায় রেঞ্জার্সকে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার দেখা হলো লিভারপুল ও রেঞ্জার্সের। হার দিয়ে শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল লিভারপুল। ৭ মিনিটে অল-রেডদের প্রথম গোল এনে দেন ট্রেন্ট আলেক্সান্দার। ফ্রি-কিক থেকে দারুন এক গোল করেন ট্রেন্ট অ্যালেক্সান্দার-আর্নল্ড। আর ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। ফলে ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে অল-রেডরা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো লিভারপুল। দিনের অন্যান্য ম্যাচে ক্লাব ব্র“গের কাছে ২-০ গোলে হেরেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, এফসি পোর্তো ২-০ গোলে হারিয়েছে বায়ার লিভারকুজেনকে এবং গোলশূন্য ড্র হয়েছে টটেনহাম হটস্পার ও ফ্রাঙ্কফুটের ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com