বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সহজ ম্যাচ কঠিন করে হারলো রংপুর

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

১৯ বলে দরকার ১৩ রান। হাতে ৬ উইকেট। এমন ম্যাচও হারা যায়? উত্তর হবে— যায়। কেননা বাংলাদেশ ক্রিকেটে তো এমন চিত্র হরহামেশাই দেখা যায়। বিপিএল তো আর বাংলাদেশ ক্রিকেটের বাইরে নয়। তাই নিজেদের দৃষ্টিকটু হারের ঐতিহ্য বাঁচিয়ে রাখার দায়িত্ব নিশ্চয়ই নিজেদের কাঁধে নিয়েছে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স! গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের বিপক্ষে নিশ্চিত জেতা ম্যাচ সুপার ওভারে নিয়ে শেষমেশ হেরেই আসলো রংপুর। গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রানে অলআউট হয় হ্যাম্পশায়ার। লক্ষ্য তাড়ায় ১৯ বলে ১৩ রান দরকার হলেও এরপর ৩ বলের ব্যবধানে রংপুরের দুই সেট ব্যাটার খুশদিল শাহ ও ওয়ানে ম্যাডসন রানআউট হন। বিপত্তির শুরু এখানেই। শেষ ওভারে জেতার জন্য রংপুরের দরকার ৭ রান। জেমস ফুলারের করা ওই ওভারের তৃতীয় বলে আউট হন হারমিত সিং। ১২৮ রানে ৮ উইকেটের পতন। শেষ ৩ বলে দরকার ৫ রান। স্ট্রাইকে রিশাদ হোসেন, ননস্ট্রাইকে মোহাম্মদ সাইফুউদ্দিন। বাংলাদেশি দুই ব্যাটারের ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ম্যাচ হয় টাই। সুপার ওভারে রংপুর নেয় ১২ রান। লক্ষ্য তাড়ায় হ্যাম্পশায়ার জয় তুলে নেয় ১ বল হাতে রেখেই। এর আগে হ্যাম্পশায়ারের হয়ে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক শান মাসুদ। ৩১ বলে ২৮ রান করেন ওপেনার ওলি অর। ১২ রান করে নেন টম প্রেস্ট ও জেমস ফুলার। এতে নির্ধারিত ২০ ওভার খেলে ইংল্যান্ডের দলটি অলআউট হয় ১৩২ রানে। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুুটিতে স্টিভেন টেইলরকে সঙ্গে নিয়ে ৪৬ রান করেন সৌম্য সরকার। ১২ বলে ২০ রান করে আউট হন টেইলর। সৌম্য করেন ২০ বলে ২৭ রান। মাঝের দিকে কিছুটা চাপ থাকলেও দায়িত্বশীল ব্যাটিং করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখেন রংপুর অধিনায়ক নুরুল হাসান ও পাকিস্তানের খুশদিল শাহ। এক পর্যায়ে ৪ উইকেট রংপুরের রান ছিল ১২০। এরপরই তালগোল পাকিয়ে ফেলে তারা। রংপুরের হয়ে ২৩ রানে ৫ উইকেট নেন ইংলিশ পেসার জ্যাক চ্যাপেল। যা স্বীকৃত টি—টোয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা। এছাড়া যুক্তরাষ্ট্রের হারমিত সিং ২টি এবং সাইফউদ্দিন ও রিশাদ ১টি করে উইকেট নেন। হ্যাম্পশায়ারের হয়ে ১৭ রানে ৩ উইকেট নেন জেমস ফুলার। রংপুর রাইডার্সের পরের ম্যাচ আগামী রোববার অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com