স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় সাংবাদিক সম্মানে জামাতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জামাতের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের আল—বারাকা তৃতীয় তলা পিৎজা মিলানে জেলা জামাতের আমির উপধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামাতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক, শহর জামাতের আমীর জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অতীতের কাদা ছোড়াছুড়ি আর না। ৫৩ বছরে স্বাধীনতার ফসল উঠিয়ে নিয়েছি। রাজনৈতিক মতৈক্য ভুলে জাতিকে সামনে এগিয়ে নিয়ে যাব। সত্য মিথ্যার সমন্বয়ে সমাজ ব্যবস্থা চলছে। এই অবস্থার অবসান ঘটিয়ে সত্যকে এগিয়ে নিয়ে যেতে হবে। সাংবাদিকদের স্বাধীনভাবে অগ্রসর হতে হবে। এই জেলাটি জাতিকে অনেক কিছু দিতে পেরেছে। সকলে মিলে সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাব। আছিয়া হত্যার বিচার আমরা প্রত্যাশা করি। অবিলম্বে ফিলিস্তিনীদের উপর হত্যাকান্ড বন্ধ করা হোক। এ সময় জেলার সাংবাদিকরা, জেলা জামাতের উর্দ্ধতন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।