স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান গতকাল সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন। পুলিশ লাইনস ড্রিলসেটে গতকাল বিকাল তিনটায় শুরু হওয়া মত বিনিময় সভা চলে প্রায় সাড়ে ছয়টা পর্যন্ত। মত বিনিময় সভায় সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের স্বাগত এবং শুভেচ্ছা জানান। নবাগত পুলিশ সুপার মত বিনিময় সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ পনের আগষ্ট শাহাদাৎ বরনকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের স্বরন করেন। তিনি বলেন আগষ্ট মাস শোকের মাস এ মাসেই আমার অতি প্রিয় সাতক্ষীরার বাইশ লক্ষাধীক মানুষের সেবার জন্য সরকার আমাকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করেছেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে জেলাবাসিকে জানালেন সাতক্ষীরা থাকবে শান্ত। আইনশৃংখলা থাকবে স্বাভাবিক, তিনি বিগত ১৩/১৪ সালের অস্থিতিশীল, বিভিশিকাময় সাতক্ষীরাকে ইঙ্গিত করে বলেন সাতক্ষীরাতে আর কখনও অশান্ত হতে দেওয়া হবে না। তিনি বলেন, আমি দেশ মাতৃকার সেবায় কখনও পিছপা হইনি, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে, নাশকতা, সন্ত্রাস, মাদক উগ্রবাদ, জঙ্গী নির্মূলে যা যা করার অতীতের ন্যায় আগামীতেও তা করবো। সকলের উর্দ্ধে জনসাধারনের জান মালের নিরাপত্তা, পুলিশ জনগনের বন্ধু, জনগনের সেবক আর একটি জেলার প্রতিটি নাগরিক অবশ্যই অনুভব করবে। আমি নিরপেক্ষ ভাবে জেলার বাইশ লক্ষ মানুষের সেবা করবো। সুশাসন প্রতিষ্ঠাই আমার মূল মন্ত্র। বাংলাদেশ এগিয়ে চলেছে, আর এগিয়ে চলার পুরধা আইন শৃংখলার স্বাভাবিকতা, আমি আমার পুলিশ সদস্যদের নিয়ে সাতক্ষীরাকে সত্যিকার ভাবে সুশাসন প্রতিষ্ঠা করবো, বঙ্গবন্ধুর বাংলাদেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশের সাতক্ষীরা স্বাভাবিক এবং স্থিতিশীল থাকবে, তিনি বলেন আমি পুলিশ সুপার হিসেবে যে কোন মূল্যে সাতক্ষীরাকে ১৩/১৪ সালের মত অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হতে দেবো না। তিনি মাদক নির্মূল, নির্মূলে এবং আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন আমার প্রিয় জেলা সাতক্ষীরার প্রতিজন সাংবাদিক আমার কাছের। বিগত দিন গুলোতে আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি সেই ধারাবাহিকতা প্রত্যাশা করেন। তিনি বলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মাদকের জিরো টলারেন্স সেটাই হবে। সাতক্ষীরায় কোন মাদক থাকবে না। তিনি আরও বলেন যদি আমার কোন পুলিশ সদস্য কোন ধরনের অন্যায় করে সেক্ষেত্রেও ছাড় নয়। তিনি স্পষ্ট ভাষায় সাংবাদিকদের মাধ্যমে জানালেন রাষ্ট্রের ও সা¤প্রদায়িকতার অবস্থান কারীদের ছাড় নয়। থানায় কোন দালাল থাকবে না, যানজট নিরসন হবে। পুলিশ যে জনগনের বন্ধু সেটা পরতে পরতে প্রমানিত করবো। নবাগত পুলিশ সুপার আরও বলেন দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার মৌলিক অবস্থান কোন ধরনের পক্ষপাতিত্ব থাকবে না। রাগ, বিরাগ, অনুরাগ আমাকে কোন দিন স্পর্শ করেনি, আইন, বিধি, বিবেকই আমার শক্তি, তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন বিগত দিনে সাতক্ষীরার আইন শৃংখলা উন্নয়নে, নাশকতা রোধে আমার ভুমিকাকে আপনারা প্রশংসিত করেছেন সরকার জেনেছে। আমার উর্দ্ধতন কর্তৃপক্ষ জেনেছে আপনারা আমাকে সহযোগিতা করেছেন। তিনি অতি সুন্দর, সাবলিল এবং শ্র“তিমধুর ভাষায় দীর্ঘ সময় বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের প্রতি এতটুকু আস্থাশীল যার বহিঃপ্রকাশ এমন ভাবেই প্রকাশ করলেন আমি, আপনারা অর্থাৎ আমরা। মত বিনিময়ের শেষ অংশে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সজিব খান, অতি: পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আছাদুজ্জামান, ডিআইওওয়ান ডিএসবি সাতক্ষীরা জাহিদ বীন আলম, সদর থানার ওসি সম কাইয়ুম, ডিবির ওসি বাবুল আক্তার প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, কালের চিত্র সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, পত্র দূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ, সাত নদী সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুগের বার্তা সম্পাদক আবু নাসের মোঃ আবু সাঈদ, ইত্তেফাক জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিনি, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, আজকের সাতক্ষীরার নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, দৃষ্টিপাতের মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাংবাদিক শরিফুলাহ কায়সার সুমন, আমিনা বিলকিস ময়না, দৃষ্টিপাতের চীফ রিপোর্টার মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর প্রমুখ। মত বিনিময় সভায় পুলিশ সুপার উপস্থিত সাংবাদিকদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।