আশাশুনি প্রতিনিধি \ সাংবাদিক আকাশ হোসেনের পিতা ও মাতার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা নিজস্ব বাস ভবনে আসর বাদ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে হাজিডাঙ্গা পশ্চিম পাড়া ও মধ্যম পাড়া জামে মসজিদে উপস্থিত মুসল্লিসহ স্থানীয় গ্রামবাসীদের মাঝে তাবারক বিতরন করা হয়। উল্লেখ্য, বুধহাটা ইউনিয়নের হাজিডাঙ্গা গ্রামের মৃত আফতাব উদ্দিন সরদারের ছোট পুত্র ও আশাশুনি প্রেস ক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আকাশ হোসেনের পিতা আজিমউদ্দিন সরদার (৭০) ১৯ রমজান ১৪৩৩ হিজরি ও ২০১২ সালে তার নিজস্ব বাসভবনে স্টে্রাকে দুপুর ১.০৩ মিনিটে ইন্তেকাল করেন এবং ২০১৫ সালে মরহুমের স্ত্রী মোছাঃ আনোয়ারা খাতুন মৃত্যু বরন করেন। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক যুগের বার্তা পত্রিকার নিজস্ব প্রতিনিধি ও আশাশুনি প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আকাশ হোসেন ও তার পরিবারের সদস্যরা তার পিতামাতার রূহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।