স্টাফ রিপোর্টার ঃ ঢাকায় অনন্য আনিছ ও সুবাসিত সুভাষ শীর্ষক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। প্রয়াত সাংবাদিক আনিছুর রহিম ও সুভাষ চৌধুরী সূহৃদবৃন্দের আয়োজনে শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে স্মরনানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, সুভাষ চৌধুরী ও আনিছুর রহিম উভয় সাংবাদিক তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। সমাজে ইতিবাচক পরিবর্তনে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। উপকুলীয় সাংবাদিকতায় তারা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা ও সংকটকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে বার বার তাদের কাছ থেকে নতুন প্রজন্মের সাংবাদিকদের তাদের অবস্থানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া দাবি রাখে। শিক্ষা নিতে হবে। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, সাতক্ষীরা উপকূলীয় জেলা হলেও এখানের অনেক ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলে। স্থানীয় সাংবাদিকরা সেই রিপোর্ট করে থাকেন। সাংবাদিক আনিছুর রহিম ও সুভাষ চৌধুরী সেটি করে গেছেন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, প্রয়াত আনিসুর রহিমের স্ত্রী ড. দিলারা বেগম, সুভাষ চৌধুরীর স্ত্রী মিনতি চৌধুরী, ৭১ টিভির (ভারপ্রাপ্ত) প্রধান বার্তা সম্পাদক পলাশ আহসান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক সাকিলা পারভীন, স্ক্যান সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, মানবাধীকার কর্মী মাধব দত্ত, দৈনিক পত্রদূত (ভারপ্রাপ্ত) সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাংবাদিক শরিফুলাহ কায়সার সুমন, সভাপতির সমাপনী বক্তব্যে শ্যামল দত্ত বলেন, সাংবাদিক আনিছুর রহিম ও সুভাষ চৌধুরী সৃজনশীল ব্যক্তি ছিলেন। তারা সাংবাদিকতার পাশাপাশি শিক্ষা, শিশুদের উন্নয়ন সহ বিভিন্ন কর্মকান্ডে সমাজের কাছে পরিচিত মুখ। তারা দুর্নীতি সন্ত্রাস, জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর ছিলেন। নতুন প্রজন্মের সাংবাদিকদের তাদের কাছে অনেক কিছু শেখার আছে। অনুষ্ঠানে সুভাসিত সুভাষ ও অনন্য আনিছ বইয়ের মোড়ক উন্মোচন সহ তাদের জন্য নির্মিত একটি প্রমান্য চিত্র প্রদর্শন করা হয়। এসময় ঢাকার সহ সাতক্ষীরা সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র।