ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গোবিন্দপুর গ্রামের সাংবাদিক ও বিডিএফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এসএম ইসমাইল হোসেনের মা নবীজান বিবি (৭৫) কিডনি রোগে আক্রান্ত হয়ে বুধবার ভোর ৫টায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক পুত্র, তিন কন্যা, নাতিপুতিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ জোহর তার নিজস্ব বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় ধুলিহর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, এলাকায় সুধীজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। সাংবাদিকের মায়ের মৃত্যুতে বিডিএফ প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করেন সভাপতি আল. মো. শাহাদাৎ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক মো. আবু সাইদ, ক্লাবের সকল সদস্যবৃন্দ।