স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা সাংবাদিকতা জগতে অতি পরিচিত মুখ প্রেসক্লাবের প্রাক্তন সাধারন সম্পাদক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান মারাত্মক ভাবে অসুস্থ হয়ে শহরের ডিজিটাল হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সুত্র নিশ্চিত করেছে গতকাল মঙ্গলবার শহরের বাইপাস সড়ক এলাকায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে পড়ে মাথায় ও পায়ে মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়েছে। তার মাথায় ক্ষত সৃষ্টি হওয়ার পাশাপাশি পা ভেঙ্গে গেছে। সাংবাদিক কামরুজ্জামানকে তাৎক্ষনিক ভাবে সদর হাসপাতলে ভর্তি করা হয়। এবং প্রাথমিক চিকিৎসা শেষে ডিজিটাল হাসপাতালে চিকিৎসা চলছে। দৃষ্টিপাত পরিবারের সুস্থতাকামনা- সাংবাদিক এম কামরুজ্জামানের দ্রæত সুস্থতা কামনা করেছেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্লা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউল্লাহ, চীফ রিপোর্টার মাছুদুজ্জামান সুমন, সহ সম্পাদক ওমর ফারুক, স্টাফ রিপোর্টার আবু ইদ্রিস, ম্যানেজার বুলবুল আহমেদ ও মাস্টার আনছার আলী।