বিশেষ প্রতিনিধি \ আশাশুনি প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা এর মাতা রাবিয়া খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি——–রাজিউন)। সোমবার রাত ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ২ পুত্র ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উপজেলার কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি পশ্চিমপাড়া এলাকার মৃত নূর ইসলাম সরদারের স্ত্রী রাবেয়া খাতুন গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে ঐদিন বিকালে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। মঙ্গলবার যোহর বাদ গুনাকরকাটি দরবার শরীফ চত্বরে তার জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন, গুনাকরকাটি খাইরিয়া আজিজীয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা আরিফুলাহ। এসময় কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ওমর ছাকি ফেরদৌস পলাশ, সাবেক চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবীব, সাধারণ সম্পাদক এসকে হাসান, কোষাধ্যক্ষ এম এম নুর আলম, সদস্য মইনুল ইসলাম, শেখ ইয়াসির আরাফাত, জনসেবা ক্লিনিকের পরিচালক সাহিনুর আলম সাহিন, সোনার বাংলা ক্লিনিকের পরিচালক রেজাউলাহ, বুধহাটা আঞ্চলিক প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিক আহমেদসহ বহু হাজী আলেম ও হাফেজ, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মুসলীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে তার মৃত্যুতে আশাশুনি প্রেসক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।