কালিগঞ্জ প্রতিনিধি \ কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের বাসিন্দা, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শেখ মোদাচ্ছের হোসেন জান্টু (৬৮) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) শনিবার সকাল ৭টা ৪৫ মিনিটে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। গত ২০ ফেব্রুয়ারি উপজেলা জামে মসজিদে জুমার নামাজ পড়ার সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকাল ৫টায় বাজার গ্রাম রহিমপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে মহৎপুর সরকারি গোরস্থানে দাফন করা হয়। তিনি উপজেলা কৃষি অফিসের অবসরপ্রাপ্ত চাকুরীজীবী ছিলেন এবং সাংবাদিকতায়ও সক্রিয় ছিলেন। মৃত্যুকালে স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়—স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।