কালিগঞ্জ ব্যুরো \ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার কালিগঞ্জ ব্যুরোঃ সাংবাদিক শেখ শরিফুল ইসলামের মামা শেখ নজরুল ইসলাম নজুর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার জোহর নামাজ বাদ চরদহা জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। উক্ত জানাজা নামাজের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরদহা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ জামাত আলি। প্রসঙ্গত কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দক্ষিন ছনকা গ্রামের শেখ নজরুল ইসলাম ১৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় নিজ বাসায় অসুস্থ জড়িত কারণে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। শেখ নজরুল ইসলাম চার পুত্র, তিন মেয়ে, স্ত্রী সহ অসংখ্য অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। জীবন দশায় তিনি অত্যন্ত সহজ—সরল সদালপি ও মিশুক প্রকৃতির ব্যক্তি ছিলেন।