স্টাফ রিপোর্টার ঃ যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক সুভাষ চৌধুরী গতকাল আনুমানিক সন্ধ্যা ৫.৫০ মিনিটে নিজস্ব বাস ভবনে মারা যান। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলাম, নির্বাহী সম্পাদক মোঃ আবু তালেব মোল্যা, বার্তা সম্পাদক জিএম আদম শফিউলাহ, মফস্বল বার্তা সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সহ সম্পাদক জিএম ওমর ফারুক, চীফ রিপোর্টার, মোঃ মাছুদুর জামান সুমন, স্টাফ রিপোর্টার মীর আবু বকর, ম্যানেজার বুলবুল আহমেদ, হিসাব রক্ষক আনছার আলী, চীফ মেশিন অপারেটর আমিরুল ইসলাম রয়েল। আব্দুল আখের, জাহিদ, পিকু সহ দৃষ্টিপাত পরিবার।