বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ০৪:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাকিব-মোস্তাফিজরা কী পুরো আইপিএল খেলতে পারবেন?

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৫তম আসর শুরুর সম্ভাব্য তারিখ ২৭ মার্চ এবং পর্দা নামবে মে মাসের শেষ দিকে। বিশ্বের অন্যতম ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ চলাকালে ব্যস্ত সূচি পার করবে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া। তাতে প্রশ্ন উঠেছে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানদের পুরো আইপিএলে অংশ নেওয়া নিয়ে। আগামী ১২ ও ১৩ ফেব্রæয়ারি বেঙ্গালুরুতে হবে মেগা নিলাম। বাংলাদেশের হয়ে এতে সাকিব-মোস্তাফিজের সঙ্গে অংশ নিবেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও লিটন দাসও। এই তিনজনের দল পাওয়া নিয়ে সম্ভাবনা ওতটা প্রবল না থাকলেও সাকিব আর মোস্তাফিজ এগিয়ে থাকছেন। গত আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্স আর মোস্তাফিজ রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলেন। এবার দুই দলই তাদের ছেড়ে দিয়েছে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকারদের ক্রিকেটারদের সঙ্গে সাকিব-মোস্তাফিজেরও প্রায় দুই মাসের আসন্ন আইপিএলে অংশগ্রহণের সময় নিয়ে চলছে আলোচনা। আইপিএল কর্তৃপক্ষ এরইমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে ইমেইল দিয়ে বিষয়টি অবগত করেছে। আইপিএল বলছে, ৮ থেকে ২৩ মে পর্যন্ত খেলতে পারবেন না সাকিব। ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ রয়েছে। কিন্তু মার্চ-এপ্রিলে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর থাকলেও আইপিএলে বাঁহাতি অলরাউন্ডারের না থাকার বিষয়টি উল্লেখ করা হয়নি। সেখানে ১৮ থেকে ২৩ মার্চ তিনটি ওয়ানডে তিনি খেলবেন। আর ৩১ মার্চ ও ৮ এপ্রিলের দুই টেস্ট না খেলে যোগ দিবেন আইপিএলে। বাংলাদেশের হয়ে টেস্ট ক্রিকেটে এখন দেখা যায় না মোস্তাফিজকে। তার আইপিএলে থাকা না থাকার বিষয়টি নির্ভর করছে বাংলাদেশের সীমিত ওভারের দলে জায়গা পাওয়ার ওপর। আর লিটন, তাসকিন ও শরিফুল দল যদি পানও, তারপরও জাতীয় দলের দুটি সিরিজের সময় আইপিএলে খেলবেন না। অবশ্য দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা না পেলে সেটা ভিন্ন ব্যাপার। এছাড়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বেশ কয়েকজন তারকা খেলোয়াড় আইপিএলের শুরুর ১০ দিন থেকে দুই সপ্তাহ নাও খেলতে পারেন। প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানে থাকবেন। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং ত্রয়ী কাগিসো রাবাদা, আনরিখ নর্টিয়ে ও মার্কো জানসেন ১২ এপ্রিল পর্যন্ত ব্যস্ত থাকবেন বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com