এফএনএস স্পোর্টস: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। এবারের আইপিএলের মিনি নিলামে ভিত্তিমূল্যের দেড় কোটি রুপিতে সাকিবকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সাকিবের সঙ্গে কলকাতা দলে টানে আরেক বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে। বাংলাদেশের হয়ে খেলার জন্য আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন সাকিব। তবে তাকে খেলানোর অনেক চেষ্টা করেছিল কলকাতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-কে তারা বিশেষ প্রস্তাব পাঠিয়েছিল। তবে সেই প্রস্তাব নাকি নাকচ করে দিয়েছিল বিসিবি। এ বারের আইপিএল শুরু হয় ৩১ মার্চ থেকে। ১ এপ্রিল পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে কলকাতা। তার আগের দিন, অর্থাৎ ৩১ মার্চ আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় শেষ হয় বাংলাদেশের। তার পরে আবার ৪ এপ্রিল থেকে ৮ এপ্রিল পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলছে বাংলাদেশের। মে মাসেও বাংলাদেশের সিরিজ় রয়েছে। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত আয়ারল্যান্ডে ৩ ম্যাচের এক দিনের সিরিজ় খেলার কথা বাংলাদেশের। যেহেতু আইপিএল চলাকালীন বাংলাদেশের খেলা রয়েছে তাই সাকিব ও লিটনকে দলে পেতে বিসিবিকে নাকি বিশেষ প্রস্তাব দিয়েছিল কলকাতা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে জানায়, কলকাতা বিসিবিকে প্রস্তাব দিয়েছিল যে, টেস্ট ম্যাচে লিটন দেশের হয়ে খেলুক। কিন্তু সাকিব আইপিএলের শুরু থেকে কলকাতার হয়ে খেলুক। টেস্ট শেষ হলে লিটন আইপিএলে আসুক। আবার যখন মে মাসে বাংলাদেশ আয়ারল্যান্ডে খেলতে যাবে সেই সময় সাকিব দলের সঙ্গে খেলতে যাক। আর সিরিজ শেষে আবার কলকাতার সঙ্গে যোগ দিক সাকিব। তা হলে দুই পক্ষের সমস্যা মিটে যাবে বলে আশা করেছিল কলকাতা। তবে কলকাতার এই প্রস্তাব মানেনি বিসিবি। সূত্রের খবর, তারা দেশের দুই ক্রিকেটারকে ছাড়তে চায়নি। এমনকি শাকিবকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দলেও নিয়ে নেওয়া হয়। তার ফলে তার আইপিএল খেলায় সমস্যা হয়। শেষ পর্যন্ত আইপিএল থেকে নাম তুলে নেন সাকিব।