বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সাগরদাঁড়ি সপ্তাহব্যাপী মধুমেলার মাঠ ৩৮ লাখ টাকায় বিক্রি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

কেশবপুর ব্যুরো \ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে প্রতিবছর জানুয়ারি মাসে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার আয়োজন করে জেলা প্রসাশন। এ বছর ২০২৪ সালের কবির ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৯ জানুয়ারী শুরু হয়েছিলো ৯ দিন ব্যাপী মধুমেলা। প্রতি বছরের ন্যায় আগামী নতুন বছরে মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে হবে সপ্তাহব্যাপী (৭ দিন) মধু মেলা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গত ১৯ অক্টোবর দুপুরে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ সালের ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ৭ দিনব্যাপী মাইকেল স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিবছর মধু মেলায় হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে মধুকবির পূর্ণ জন্মভূমি। প্রতি বছরের মত সপ্তাহব্যাপী মধুমেলায় কবির জন্মভূমি সাগরদাঁড়িতে মানুষের পদচারণায় মুখরিত হয়ে জমে উঠবে সপ্তাহব্যাপী এই মধুমেলা। সাগরদাঁড়ি দেশের পর্যটন খ্যাতে বিশেষ অবদান রেখে চলেছে। তবে এখানে প্রয়োজনের তুলনায় কম দৃশ্যমান উন্নয়ন হয়েছে বলে দাবি করেন অনেকেই। উল্লেখ্য, ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের জমিদার দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত। তার বাবা জমিদার রাজনারায়ণ দত্ত আর মা জাহ্নবী দেবী। ১৮৫৩ সালে মধুসূদন দত্ত খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তখন থেকে তার নামের সঙ্গে ‘মাইকেল’ যুক্ত হয়। ১৮৭৩ সালের ২৯ জুন আলিপুর জেনারেল হাসপাতালে মহকবি মাইকেল মধুসূদন দত্ত মৃত্যুবরণ করেন। কেশবপুরের সাগরদাঁড়ির মধুমেলা—২০২৫ এর মাঠ ৩৮ লাখ ১৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। যার মধ্যে সার্কাস— ৮ লাখ ৮১ হাজার ১০০ টাকা, ফার্ণিচার— ১ লাখ ৮৮ হাজার ১০০ টাকা, মৃত্যুকূপ— ২ লাখ ৫০ হাজার টাকা, যাদু— ১০ লাখ ১২ হাজার টাকা, গ্যারেজ— ৫ লাখ ২২ হাজার টাকা ও শিশু বিনোদন— ৯ লাখ ৬০ হাজার টাকা। উল্লেখ্য আগামী বছর ২৪ জানুয়ারি থেকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী মধুমেলা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com