একে সোহাগ, কেশবপুর যশোর থেকে ॥ কেশবপুর সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে মধুমঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মধুসূদন একাডেমির উদ্যোগে “মধুসূদন একাডেমি পুরষ্কার” প্রদান করা হয়েছে। কেশবপুর শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায় সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন একাডেমির আয়োজনে গতকাল শনিবার সকালে সাগরদাঁড়ির মধুমঞ্চে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মধুসূদন একাডেমি পুরষ্কার প্রদান ও সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কবি কাসেমুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন। বক্তব্য রাখেন সাঙঙঙংগরদাঁড়ির মধুসূদন একাডেমির পরিচালক, বিশিষ্ট লেখক ও মাইকেল গবেষক কবি খসরু পারভেজ, কেশবপুর পোয়েট ফাউন্ডেশনের সভাপতি কবি ও ছড়াকার (অঃ) মাষ্টার মকবুল মাহফুজ, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, শিল্পী ও গীতিকার উজ্জ্বল কুমার ব্যার্ণাজী, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত, তাহেরুজ্জামান তাসু প্রমুখ। আলোচনা সভার আগে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মূর্তীতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এবং সন্ধ্যায় মধুমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে “মধুসূদন একাডেমি পুরষ্কার” গ্রহন করেন বিশিষ্ঠ লেখক,গবেষক ও ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাহেল রাজিব।