কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে নবগঠিত সাগরদাঁড়ি প্রেসক্লাব এর পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩:৩০ মিনিট সাগরদাঁড়ির মধুসূদন একাডেমি মিউজিয়ামে প্রবিত্র কুরআন তেলওয়াত এবং গীতা পাঠ করে আলোচনা শুরু হয়। বাংলা সাহিত্যের অমর মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থান সাগরদাঁড়িতে উক্ত অনুষ্ঠানে কবি ও সাহিত্যিক খন্দকার খসরু পারভেজের সভাপতিত্বে এবং শামীম আক্তার মুকুল এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কাজী দাউদ হোসেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (মনিরামপুর সার্কেল) যশোর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জহিরুল আলম (কেশবপুর থানা, যশোর), কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত (চেয়ারম্যান ২ নম্বর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ), গৌতম কুমার দত্ত, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন, ওলিয়ার রহমান, আহবায়ক আওয়ামী লীগ প্রমুখ।