কেশবপুর ব্যুরো ॥ মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি যশোর কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ৩ তলা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার (৩ মার্চ) যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। ৪কোটি ১৯ লক্ষ ৯৯ হাজার ৩ শত ৩১ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে এই আধুনিক ভবনটি। এসময় বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, যশোর জেলা পরিষদের সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান,যশোর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান,জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসরিন সুলতানা শোভা,ভবদাহ ডিগ্রী কলেজে সরকারি অধ্যাপক হাসান আলী, সাগরদাঁড়ী প্রেস ক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা সহ প্রমুখ। জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল বলেন উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে যে উন্নত রাষ্ট্রে পরিণত করার শপথ গ্রহণ করেছিলেন তারই ধারাবাহিকতায় এই আধুনিক ডাকবাংলো নির্মিত হচ্ছে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থানে সাগরদাঁড়ীতে, এবং এই সাগরদাঁড়ীতে আরো উন্নয়নমূলক কাজ করা হবে।