বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জয়নগরে মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত সাতক্ষীরা পুলিশ সুপারের সাথে খ্রিস্টান ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতবিনিময় শ্যামনগরে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্মি টি এস অনুষ্ঠিত তালায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত সাতক্ষীরায় বিজয় দিবসে সদর উপজেলা বিএনপির র্যালি কলারোয়ায় টালি মালিক সমিতির নব—কমিটি গঠন সভাপতি গোষ্ট পাল ও সাধারণ সম্পাদক তুহিন সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত আশাশুনি রিপোর্টার্স ক্লাব ও আশাশুনি থানার বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ নুসরাতের নৃশংস হত্যাকারী জনির ফাঁসির দাবীতে মানববন্ধন আশাশুনি আশার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সাগরে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলে উদ্ধার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২

এফএনএস: বঙ্গোপসাগরে ঝড়ে ডুবে যাওয়া ১১ ট্রলারসহ ১৪৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে কোস্টগার্ড, বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ও সুন্দরবনের দুবলার চর ফিসারম্যান গ্র“পের সমন্বয়ে তাদের উদ্ধার করা হয়। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রলার ডুবির ঘটনার পর বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি, কোস্টগার্ড ও দুবলার চর ফিসারম্যান গ্র“পের সমন্বয়ে প্রায় শতাধিক ট্রলার উদ্ধারের জন্য সাগরে রয়েছে। এখনো অনেক জেলে ও ট্রলার নিখোঁজ রয়েছে। এর আগে শুক্রবার দিনগত রাতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ঝড়ের কবলে ৩২টি ট্রলারডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা অনেক জেলে সাঁতরে নিরাপদ স্থানে আসেন। আবার অনেকে নিখোঁজ হন। গত শনিবার সকাল থেকে জেলে, বনবিভাগ, কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। পরে ওইদিন সন্ধ্যার দিকে দুজনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এর হলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার মামুন শেখ এবং পিরোজপুরের মঠবাড়িয়ার ইসমাইল শেখ। মামুন শেখ এফবি মা-বাবার দোয়া ট্রলারে এবং ইসমাইল শেখ এফবি জামিলা নামক ট্রলারে ছিলেন। তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, ট্রলার ডুবির ঘটনার পর থেকে কোস্টগার্ড, বন বিভাগ ও জেলেরা দুর্ঘটনায় কবলিত ট্রলার থেকে শতাধিক জেলেকে উদ্ধার করেছে। এ ছাড়া নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ডের দুটি জাহাজ ও দুবলার ফিসারম্যান গ্র“পসহ বনবিভাগের সদস্যরা ডুবে যাওয়া ট্রলারের জেলেদের সন্ধানে উদ্ধারে অভিযান চালাচ্ছে। বাংলাদেশ ফিসিং বোট অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা চৌধুরি বলেন, ঝড়ের কবলে মোট ৩২টি ট্রলার ডুবির খবর পেয়েছি। এর মধ্যে ১২টি বরগুনার বাকি ২০টি বাগেরহাট ও পিরোজপুর এলাকার। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত দুজনের মরদেহ ও গতকাল রোববার দুপুর পর্যন্ত মোট ১৪৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিখোঁজদের সন্ধানে কোস্টগার্ড, বনবিভাগ ও ট্রলার মালিক সমিতি যৌথ অভিযান চালাচ্ছে। মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার লুৎফর রহমান বলেন, বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের সন্ধানে গত শনিবার দিনব্যাপী কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। গতকাল রোববার সকাল থেকে দ্বিতীয় দিনের ন্যায় উদ্ধার অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com